Site icon Jamuna Television

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

ছবি: সংগৃহীত

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টার ব্যবধানে ৩৫ শতাংশ বেড়েছে ভাইরাসটির ভয়াবহতা। একদিনের ব্যবধানে শুধু দিল্লিতেই সংক্রমণ বেড়েছে ৫০ শতাংশ পর্যন্ত।

শনিবার (১ জানুয়ারি) ভারতের রাজধানীতে শনাক্ত হয়েছে প্রায় ৩ হাজার রোগী। যা গেলো ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ভারতজুড়ে শনাক্ত হয়েছে ২৬ হাজারের বেশি কোভিড রোগী। যা একদিন আগেও ছিল ১৬ হাজারের ঘরে।

একই সাথে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। মহারাষ্ট্রে ৪৫৪ জনের শরীরে মিলেছে ধরনটি। দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫১ জন শনাক্ত হয়। ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৮ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। মোট প্রাণহানি ৪ লাখ ৮১ হাজার।

Exit mobile version