Site icon Jamuna Television

শেষ ৬টির মধ্যে ৩টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করলো জার্মানি

শেষ ছয়টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যে তিনটিই বন্ধ করে দিলো জার্মানি। প্রায় ৩ দশক ধরে জ্বলতে থাকা পারমাণবিক চুল্লি শুক্রবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।

মূলত দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির কারণে পারমাণবিক শক্তি থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক প্রকল্পে দুর্ঘটনার পর তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নের গতি বাড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শেষ ছয়টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২১ সালে জার্মানিতে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় ১২ শতাংশ সরবরাহ করেছে। আর নবায়নযোগ্য প্রকল্প থেকে এসেছে ৪১ শতাংশ।

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন ৮০ শতাংশে নেয়ার লক্ষ্য পূরণে কাজ করেছে জার্মানি।

/এডব্লিউ

Exit mobile version