Site icon Jamuna Television

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই কুপোকাত নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের ২য় দিনের প্রথম সেশনেই কিউইদের অলআউট করেছে টাইগাররা। ১ম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান।

বে ওভালে আগের দিনের ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে ২য় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। তবে হ্যানরি নিকোলস ছাড়া বাকিরা তেমন সুবিধা করতে না পারায় ৩২৮ রানের বেশি করতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। এক প্রান্ত আগলে রেখে ৭৫ রানের ইনিংস খেলে ফেরেন নিকোলস।

বাংলাদেশের হয়ে শরিফুল আর মেহেদি মিরাজ নিয়েছেন ৩টি করে উইকেট। অধিনায়ক মুমিনুল পান দুই উইকেট। জবাবে সাদমান আর মাহমুদুল জয়ের ব্যাট ভালো শুরুর আভাস দিয়েও সফল হয়নি। দলীয় ৪৩ রানে ওয়াগনারের কাছে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন ২২ রান করা সাদমান ইসলাম। এরপর শান্তকে সাথে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জয়।

Exit mobile version