Site icon Jamuna Television

অন্তর্বাসের ভেতরে আগুন দিয়ে স্টান্ট! তারপর যা হলো…

ছবি: সংগৃহীত

বাংলায় একটা প্রবাদ আছে, আগুন নিয়ে খেলবেন না। কিন্তু অনেকেই তোয়াক্কা না করে আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে বিপদের মুখে পড়েন। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকার।

অল্পের জন্য রক্ষা পেলেও আগুন নিয়ে খেলাটা যে কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ওই ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির হাতে ধরা রয়েছে একটি জ্বলন্ত কাঠ। স্টান্ট দেখানোর চক্করে জ্বলন্ত কাঠটিকে অন্তর্বাসের ভেতরে দিয়ে দেন তিনি।

পাঁচ সেকেন্ড মতো অন্তর্বাসের ভেতরে জ্বলন্ত কাঠটি রাখার পর সেটি বার করে অন্তর্বাসের ভেতরে উঁকি মারতেই ওই ব্যক্তির মুখের চেহারা বদলে যায়। ততক্ষণে তিনি উপলব্ধি করতে পেরেছেন যা হওয়ার হয়ে গিয়েছে। এরপরই বিকট চিৎকার করতে শুরু করেন তিনি।

স্টান্ট করে লোকদের আনন্দ দেয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি কিন্তু সেই আনন্দ মুহূর্তেই আতঙ্কের চেহারা নেয়। ঘটনাটি অবশ্য কোথাকার তা জানা যায়নি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-
ইউএইচ/

Exit mobile version