Site icon Jamuna Television

ঘরের ভিতর মা-ভাইয়ের লাশ, দুদিন ধরে আটকা শিশু রায়সা

সিলেট ব্যুরো

সিলেটের মিরাবাজার মিতালী আবাসিক এলাকায় এক বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে খুনিরা জীবিত রেখে যায় ৫ বছর বয়সী শিশু রায়সাকে। নিহতরা হলেন রোকেয়া বেগম (৩৮) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিরাবাজার এলাকায় খাড়পাড়া মিতলী ১৫ নম্বর বাসায় সদ্য এসএসসি পরীক্ষা দেয়া ছেলে ও ৫ বছর বয়সি মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন পার্লার ব্যবসায়ী রোকেয়া বেগম। শুক্রবার রাত থেকে রোকেয়ার সাথে যোগাযোগ করতে না পারায় তার ভাই জাকির হোসেন রোববার সকাল সাড়ে এগারোটার দিকে বাসায় এসে দেখতে পান দরজা বন্ধ।

ভিতর থেকে শিশু রায়সার কান্না শুনতে পেয়ে বাড়িওয়ালার সহযোগিতায় দরজা খুলে দুই বিছানায় রোকেয়া বেগম ও তার ছেলের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। শিশু রায়সাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এ বিষয়ে প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য পেয়েছে বলে দাবি করেছে পুলিশ।

Exit mobile version