Site icon Jamuna Television

উচ্চ আদালতের কেউ দুর্নীতির সাথে জড়িত থাকলে সাথে সাথে বরখাস্ত: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফাইল ছবি।

ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে। তাই সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, দুর্নীতি ক্যানসারের মতো। এর সাথে কোনো আপস নয়। উচ্চ আদালতের কোনো ব্যক্তি এর সাথে জড়িত থাকলে সাথে সাথে বরখাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি।

রোববার (২ জানুয়ারি) সকালে সুপিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন। বিচারপ্রার্থীদের কষ্ট কমাতে দ্রুত শুনানি করে মামলা নিষ্পত্তিতে সবাইকে পদক্ষেপ নিতে হবে। পুরানো মামলা নিষ্পত্তিতে সেল গঠন করা হবে বলেও জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, সীমিত সম্পদ ও সামর্থের সর্বোচ্চ ব্যবহার করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর এসব পদক্ষেপ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

/এডব্লিউ

Exit mobile version