Site icon Jamuna Television

সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল। জন্ম থেকে এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া কোনো পথ বেছে নেয়নি। সন্ত্রাসী কার্যকলাপ এই দলটির সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসবচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, একদলীয় শাসনব্যবস্থার নীলনকশা বাস্তবায়ন করতে অতীতের মতো নির্যাতন, খুন, গুমের পথ বেছে নিচ্ছে সরকার।

এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বিগ্ন হয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রশাসন প্রতিটি সমাবেশ কর্মসূচীতে নানাভাবে বাধা দিয়েছে। বিএনপির ধারাবাহিক সমাবেশ কর্মসূচীর মধ্য দিয়ে সরকারের প্রতি জনগণের অনাস্থা প্রমাণ হয়েছে। দেশের জনগণ রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিসহ নিজেদের দাবি পূরণ করবে।

Exit mobile version