Site icon Jamuna Television

বাণিজ্যমেলার সব স্টলের কাজ শেষ হয়নি দ্বিতীয় দিনেও

নতুন ঠিকানায় শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পুরোপুরি চালু হয়েছে, এমন স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা অর্ধেক। বাকিদের কেউ কাজ শুরু করেছে, কেউ আবার স্টলের কাজ অর্ধেক শেষ করেছে। পূর্বাচলের নতুন ঠিকানায় দর্শনার্থীর সংখ্যা খানিকটা কম হওয়ার শঙ্কাও আছে। তারপরও মেলা নিয়ে আশাবাদী অংশগ্রহণকারীরা।

নতুন পরিবেশে বাণিজ্য মেলা, আগারগাঁও খোলা মাঠে বছরের পর ধরে চলে আসা মেলার জায়গা হয়েছে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। তাই চিরচেনা বাণিজ্য মেলার রূপ বদলেছে সময়ের সাথে। শুরুর দিনেও সবগুলো স্টল প্যাভিলিয়ন পুরোপুরি চালু হয়নি।

আর যেসব স্টল নিজেদর পণ্য সাজিয়ে বসেছে সেখানে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল ভাল। দুয়েকদিনের মধ্যে পুরোপুরি মেলা জমে উঠবে বলেও আশা তাদের। তবে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে বিদেশিদের অংশগ্রহণ তুলনামূলক কম বলেও জানান বাণিজ্য মেলার আয়োজকরা।

/এডব্লিউ

Exit mobile version