Site icon Jamuna Television

আশুলিয়ায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন স্বতন্ত্র প্রার্থীর

আশুলিয়ায় নৌকার প্রাথীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী হেলাল উদ্দিন মাদবর। রোববার (২ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় চেয়ারম্যান প্রাথী হেলাল উদ্দিন অভিযোগ করেন, আশুলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী শাহাবুদ্দিন মাতব্বরের লোকজন নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ছিড়ে ফেলছেন তার পোষ্টার-ব্যনার। নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ তার।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, বিরোধীরা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে মামলা করারও পায়তারা করছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

তাই নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের কাছে জোর আবেদন করেন চেয়ারম্যান প্রাথী হেলাল উদ্দিন মাদবর। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মী ছাড়াও স্থানীয় নেতাকমীরা উপস্থিত ছিলেন।

এসজেড/

Exit mobile version