Site icon Jamuna Television

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতার মৃত্যু

ছবি: প্রতীকী

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌরসভার দোয়েল মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় রজিব উদ্দিন(৫২) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

রোববার (২ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত রজিব উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের বাসিন্দা। তিনি কাটলা বাজারে সবজির ব্যবসা করতেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি জানান, সকালে রজিব পৌর শহরের কাঁচা বাজার থেকে ব্যবসার জন্য সবজি নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দ গঞ্জ মহাসড়কে দোয়েল মোড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ঘটনা স্থলেই মারা যান। ঘটনা স্থল থেকে নিহত রজিব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন- যশোরে প্রকাশ্যে নৌকায় ভোট ও কেন্দ্র দখলের নির্দেশ উপজেলা ভাইস চেয়ারম্যানের, ভিডিও ভাইরাল

এনবি/

Exit mobile version