Site icon Jamuna Television

ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ধানক্ষেত থেকে রুনা আক্তার নামে এক গৃহবধূর চোখ উপড়ানো মরদেহ উদ্ধারের ঘটনায় খোরশেদ মিয়া ও আব্দুর রাজ্জাক নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২ জানুয়ারি) সিআইডির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিআইডি।

সিআইডি জানায়, সম্পূর্ণ ক্লু লেস ছিল হত্যাকাণ্ডটি। হত্যার ঘটনাটি কেন এবং কিভাবে সংগঠিত হয়েছে, কারা জড়িত, পূর্ব কোন বিরোধ ছিল কিনা বিভিন্ন প্রশ্নের উত্তর ভিকটিমের পরিবার, ঘটনাস্থল ও আশপাশ এলাকার বিভিন্ন উৎস হতে সংগ্রহ করা হয়।

পরবর্তীতে এলআইসির একাধিক টিম হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় খোরশেদকে নেত্রকোনা থেকে এবং আব্দুর রাজ্জাককে নরসিংদীর হতে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর মামার বাড়ি যাওয়ার কথা বলে বের হন রুনা আক্তার। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বর বন্ধ পান। পরবর্তীতে ১৩ ডিসেম্বর সকালে স্থানীয় লোকজন গ্রামের ধানক্ষেতে রুনার মরদেহ পড়ে থাকতে দেখে।

Exit mobile version