Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে দেশটির পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা এ তথ্য জানান।

বাংলাদেশ সময় রোববার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকেও পার্লামেন্ট ভবনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল।

এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, ভবনের ছাদে আগুন লেগেছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও আগুন দেখা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে পার্লামেন্টের ভবনগুলোর একটির ছাদের অনেক দিক থেকে আগুন ও ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন- ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বছরে মারা গেছে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী

এনবি/

Exit mobile version