Site icon Jamuna Television

ভিকির বিরুদ্ধে মামলা, হতে পারে জিজ্ঞাসাবাদও

ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা কাইফের সাথে নতুন সংসার ভিকির। বিয়ের পরই নতুন ছবিতে যুক্ত হয়েছেন তিনি। তবে এরই মধ্যে ঘোর বিপদে অভিনেতা। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন জয় সিংহ যাদব নামের এক ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ভিকির বিরুদ্ধে জয় সিংহের অভিযোগ- অনুমতি ছাড়াই তার বাইকের নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে।

এ নিয়ে জয় সিংহ বলেন, ভিকির বাইকে যে নাম্বারটি ব্যবহার করা হয়েছে, তা আসলে আমার বাইকের। আমি জানি না ছবির নির্মাতা কথাটি জানেন কি না। কিন্তু আমার অনুমতি ছাড়া এভাবে আমার বাইকের নাম্বার ব্যবহার করা যেতে পারে না। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করছি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

বিষয়টি নিয়ে ইনদওরের বনগঙ্গা থানার সাব ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি জানিয়েছেন, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। ভিকির বাইকে নাম্বার প্লেট বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে। ছবির ইউনিট ইনদওরে থাকলে, তাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এসজেড/

Exit mobile version