Site icon Jamuna Television

করোনা আক্রান্ত জিৎ গাঙ্গুলি

ছবি: সংগৃহীত।

বছরের প্রথমেই দুঃসংবাদ দিলেন টালিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলি। শনিবার (১ জানুয়ারি) টুইট করে বিষয়টি নিজেই জানিয়েছেন গায়ক।

টুইটারে জিৎ লেখেন, কোভিড আক্রান্ত হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে আমার। শরীর আপাতত ঠিকই আছে। কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকদের কথা মেনে চলছি। স্বাস্থ্যবিধি মেনে চলছি। সেই সাথে পরিচিতদের জন্য তিনি লেখেন, যদি সম্প্রতি আমার সংস্পর্শে কেউ এসে থাকেন, তাহলে দ্রুত টেস্ট করানোর অনুরোধ রইলো।

আরও পড়ুন: ভিকির বিরুদ্ধে মামলা, হতে পারে জিজ্ঞাসাবাদও

এদিকে, টালিউডে এরই মধ্যে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বোন, অভিনেত্রী চিত্রাঙ্গদা এবং তার মা শতরূপা সান্যাল করোনা আক্রান্ত হয়েছেন। বাড়িতেই বড়দিনের পার্টি দিয়েছিলেন শতরূপা। সেখান থেকেই ছড়ায় ভাইরাস। কোভিড পজিটিভ ঋতাভরীর সহকারী মধুজাও।

এসজেড/

Exit mobile version