Site icon Jamuna Television

গাজীপুরের কালিয়াকৈরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের মৌচাক মাজার রোড এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পরে হাইওয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

মহাসড়ক দিয়ে অন্তত ১৫/২০টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ পথচারী পারাপার হয় । ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হয় অনেক শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা। দুর্ঘটনা রোধে ও নিরাপদে সড়ক পারাপারের জন্য জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীরা।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, কিছু সময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে তাদের সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ইউএইচ/

Exit mobile version