Site icon Jamuna Television

এবার করোনায় আক্রান্ত ইয়ুর্গেন ক্লপ

করোনা পজেটিভ হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে বিপর্যস্ত ইংলিশ প্রিমিয়ার লিগ। এবার সেই মিছিলে যোগ হলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনা পজেটিভ হলেন তিনি।

কোভিডের উপসর্গ থাকায় ক্লপ এখন আইসোলেশনে আছে বলে জানিয়েছে লিভারপুল। চেলসির বিপক্ষে তাই ডাগআউটে দেখা যাচ্ছে না তাকে। ক্লপের জায়গায় রোববার (২ জানুয়ারি) স্ট্যামফোর্ড ব্রিজে মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন তার সহকারী কোচ পেপ লিয়েনডার্স।

এর আগে, গত শুক্রবার ক্লাবটির তিন ফুটবলার ও কয়েকজন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ অবস্থায় চেলসির বিপক্ষে ম্যাচটি স্থগিত করার কোনো আবেদন করেনি লিভারপুল। অল রেডদের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ক্লপের খুব সামান্য কিছু উপসর্গ আছে। তিনি এখন আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন: নতুন বছরে ‘নির্লজ্জ’ ও ‘আত্মকেন্দ্রিক’ পোস্ট দিয়ে তোপের মুখে রোনালদো!

Exit mobile version