Site icon Jamuna Television

ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ৬ মাস ধরে ধর্ষণ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয়মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চর মনসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত রশিদ সদর উপজেলার চর মনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ও ভুক্তভোগীর প্রতিবেশী এবং ৪ সন্তানের জনক। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় চর মনসা গ্রামের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যার ওপর প্রতিবেশী ৪ সন্তানের জনক আব্দুর রশিদের কু-নজর পড়ে। এরপর ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছিল রশিদ। সম্প্রতি ভুক্তভোগীর বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে খবর পেয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভুক্তভোগীর খালা আকলিমা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version