Site icon Jamuna Television

প্রাইভেটকারে গরু তুলে পালাচ্ছিল চোর, মাঝপথেই চাকা ফেটে চৌচির

ময়মনসিংহ ব্যুরো:

কথায় আছে- গল্পের গরু গাছে ওঠে। তবে গাছে নয়, ময়মনসিংহে এবার চুরি করা গরু উঠলো প্রাইভেটকারে। তাও আবার সংখ্যায় তিনটি!

রোববার (২ জানুয়ারি) সকালে তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারের শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক থেকে গরুসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। গরু চোর তিনটি গরু চুরি করে নিয়ে যেতে ব্যবহার করেছে একটি প্রাইভেটকার। গরুর আরামের জন্য গাড়ির এসিও অন করা ছিল। অন্যদিকে, হাত-পা যাতে জানালার বাইরে গিয়ে বিপত্তি না ঘটায় সেজন্য ভালো করে লক করা হয় কারের দরজা-জানালা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি চক্র ময়মনসিংহ সদর কিংবা আশপাশের এলাকা থেকে গরু চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। পথে তারাকান্দা উপজেলার গোপালপুর এলাকার শেরপুর-ময়মনসিংহ সড়কে প্রাইভেটকারটির চাকা ফেটে যায়। এসময় প্রাইভেটকারসহ গরুগুলো ফেলে পালিয়ে যায় চোরেরা। পরে স্থানীয়রা গাড়ির ভেতর গরু দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ প্রাইভেটকারটি জব্দ করে।

তিনি আরও বলেন, গরুর মালিককে এখনো পাওয়া যায়নি। পেলে গরুগুলো হস্তান্তর করা হবে। তা না হলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজেড/

Exit mobile version