Site icon Jamuna Television

ইরানে অস্ত্রধারীদের সাথে সংঘর্ষে বিপ্লবী গার্ডের ৩ সদস্য নিহত

ছবি: সংগৃহীত।

অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত হয়েছে। ওই সংঘর্ষে অস্ত্রধারী পাঁচ দস্যুও নিহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী তেহরান থেকে ১১২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত কৌরিন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইরানের এই জেলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত।

ইরানের প্যারামিলিটারি বিপ্লবী গার্ডের সঙ্গে সংঘর্ষে অস্ত্রধারী পাঁচ দস্যু (স্থানীয়ভাবে যারা বান্ডিত নামে পরিচিত) নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

ইরানের এই অঞ্চলটিতে অস্ত্রধারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন সক্রিয় আছে। এরা ‘জইস আল আদল’ বা ‘জাস্টিস আর্মি’ নামে পরিচিত ।

এছাড়া ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই অঞ্চলে মাদক পাচারকারীদেরও সংঘর্ষ হয় মাঝে মাঝে। গত জুলাইয়ে সশস্ত্র বান্ডিতদের গুলিতে ইরানের বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছিল।

আরও পড়ুন- গাজায় আবারও ইসরায়েলের হামলা।

এনবি/

Exit mobile version