Site icon Jamuna Television

ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে একাদশে তিন বাংলাদেশি

ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তাঁরা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

২০২১ সালের পারফরমেন্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশের তিন ক্রিকেটার ছাড়াও এতে আয়ারল্যান্ডের ৩ জন, পাকিস্তান ও শ্রীলঙ্কার ২ জন করে এবং দক্ষিণ আফ্রিকার ১ জন জায়গা পেয়েছেন। এই একাদশের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে।

আরও পড়ুন: যে জায়গায় প্রথম হলেন মাহমুদুল জয়

দেখে নিন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ:

১। পল স্টার্লিং, ২। ফখর জামান, ৩। বাবর আজম, ৪। র‍্যাসি ভ্যান ডার ডাসেন, ৫। সাকিব আল হাসান, ৬। মুশফিকুর রহিম, ৭। ওয়ানিন্দু হাসারাঙ্গা, ৮। সিমি সিং, ৯। জশ লিটল, ১০। দুশ্মন্ত চামিরা, ১১। মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেন মেসি

Exit mobile version