Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হলেন ম্যাকগ্রা

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তালিকা শুধু লম্বাই হচ্ছে। এবার করোনা টেস্টে পজেটিভ হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। সিডনি টেস্ট শুরুর তিনদিন আগে এই দুঃসংবাদ পেলেন তিনি।

শারীরিক অবস্থার কোনো অবনতি না হলেও এই অজি’কে পরিচর্যার জন্য রাখা হয়েছে আইসোলেশনে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সিডনি টেস্টের তৃতীয় দিন মাঠে উপস্থিত থাকবেন ম্যাকগ্রা।

আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত ইয়ুর্গেন ক্লপ

এদিকে নতুন বছরে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ গ্লেন ম্যাকগ্রার কাছে। এই খেলা থেকে প্রাপ্ত অর্থ স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবায় ব্যয় করা হবে। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন ম্যাকগ্রা, সে সম্ভাবনা কম। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই কিংবদন্তি ফাস্ট বোলার এখন শারীরিকভাবে ভালো আছেন।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেন মেসি

Exit mobile version