Site icon Jamuna Television

বর্ষসেরা টেস্ট দলে ভারত-পাকিস্তানের ৩ জন করে ক্রিকেটার

ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো’র বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন ৩ জন করে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারের। ওপেনার রোহিত শর্মা জায়গা করে নিয়েছেন বর্ষসেরা টেস্ট একাদশে। এছাড়া উইকেটকিপার হিসেবে রয়েছেন মারকুটে ব্যাটার রিশাভ পান্ত। দলের একমাত্র স্পিনার হিসেবে আছেন লাল বল হাতে দারুণ একটি বছর কাটানো রবিচন্দ্রন অশ্বিন।

অন্যদিকে, পাকিস্তানেরও ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে। পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলী আছেন এই মর্যাদাপূর্ণ তালিকায়। এছাড়া ব্যাটিং অর্ডারের পাঁচে আছেন বাঁহাতি ব্যাটার ফাওয়াদ আলম। বর্ষসেরা টেস্ট একাদশের নেতৃত্বে আছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

আরও পড়ুন: ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে একাদশে তিন বাংলাদেশি

এক নজরে দেখে নেয়া যাক ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ:

১। রোহিত শর্মা, ২। দিমুথ করুনারত্নে, ৩। মারনাস লাবুশেন, ৪। জো রুট, ৫। ফাওয়াদ আলম, ৬। রিশাভ পান্ত, ৭। রবিচন্দ্রন অশ্বিন, ৮। কাইল জেমিসন, ৯। হাসান আলী, ১০। অলি রবিনসন, ১১। শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেন মেসি

Exit mobile version