Site icon Jamuna Television

কঠোর সীমান্ত ডিঙিয়ে উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার নাগরিক

ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায়বলয়ে ঘেরা সীমান্ত ডিঙিয়ে উত্তর কোরিয়া প্রবেশ করেছেন এক দক্ষিণ কোরিয়ার নাগরিক। রোববার (২ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ান সামরিক বাহিনী এ তথ্য জানায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, দুই কোরিয়াকে পৃথককারী ডিমিলিটারাইজড জোনের পূর্ব পাশে স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তির উপস্থিতি শনাক্ত করে তারা । তারপরই শুরু হয় তল্লাশি। তবে রাত ১০টা ৪০ মিনিটের দিকে সে সীমান্তরেখা অতিক্রম করে। খবর রয়টার্সের।

জয়েন্ট চীফ অব স্টাফ আরও জানায়, দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করা ব্যক্তি বেঁচে আছেন কি না সেটি নিশ্চিত তারা নিশ্চিত নয়। তবে তারা ওই ব্যক্তির নিরাপত্তার জন্য সামরিক হটলাইনের মাধ্যমে উত্তর কোরিয়ায় একটি নোটিশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ১৬ বছরে আফগানিস্তানে মারা গিয়েছে ২৮ হাজারের বেশি শিশু

করোনাভাইরসের কারণে ২০২০ সালের প্রথম দিকে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। ভাইরাসটি মোকাবেলায় দেশটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

জেডআই/

Exit mobile version