Site icon Jamuna Television

পাবনায় ভটভটি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে নাসিম (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত‍্যু হয়েছে।

আজ রোববার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-পাবনা সড়কে ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রাস্তা পারাপারের সময় ফিড বোঝাই একটি ভটভটি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক নাসিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর ভটভটির চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ভটভটিটি আটক করা হয়েছে।

জেডআই/

Exit mobile version