Site icon Jamuna Television

প্রশ্নফাঁস রোধে টিআইবির ৯ সুপারিশ

প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড, কোচিং সেন্টার নিষিদ্ধ, তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধসহ ৯ দফা সুপারিশ করেছে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মানববন্ধন থেকে এ সুপারিশ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় টিআইবির পরিচালক, মোহাম্মদ রফিক হাসান বলেন, প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার পায়ঁতারা চলছে। পরীক্ষায় ভালো শিক্ষার্থীরা বঞ্ছিত হওয়ায় মানসিকভাবে তারা ভেঙে পড়ছে, যা শিক্ষার্থীদের দীর্ঘ মেয়াদী ক্ষতির কারণ হবে। প্রশ্ন ফাঁস রোধে সরকাররে নজরদারি বাড়ানোর জোর দাবি করেন বক্তরা।

Exit mobile version