Site icon Jamuna Television

বিজয়-পিনাকের ব্যাটের পর মুরাদের ঘূর্ণি

ছবি: সংগৃহীত

বিসিএল ফাইনালে প্রথম দিনে দক্ষিণাঞ্চলের দুর্দান্ত শুরুর পর মুরাদ হাসানের বোলিং তোপে শেষ বিকেলের হাসি মধ্যাঞ্চলের। প্রথম দিন শেষে বিসিবি দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬১ রান।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয় এবং পিনাক ঘোষের হাফ সেঞ্চুরিতে প্রথম দিনের শুরুটা বেশ ভালোই করেছিল দক্ষিণাঞ্চল। ব্যক্তিগত ৬৫ রানে মুরাদের বলে পিনাক বোল্ড হলে ভাঙে তাদের উদ্বোধনী ১৩৭ রানের জুটি।

আরও পড়ুন: আশরাফুলকে ‘দেশদ্রোহী’ বললেন নান্নু!

এরপরের ওভারে অমিত হাসান এবং বিজয়কে ফেরান অফ স্পিনার মুরাদ। আউট হওয়ার আগে ৭৬ রান করেন বিজয়। এরপর শেখ মেহেদিকেও প্যাভিলিয়নে ফেরান মুরাদ। ১৮১ রানে ৫ উইকেট হারানো দক্ষিণাঞ্চলের হাল ধরেন ফরহাদ রেজা এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির হাসান। জাকির ৪৪ রানে এবং ফরহাদ অপরাজিত আছেন ৪৬ রানে। ওয়ালটন মধ্যাঞ্চলের পক্ষে অফ স্পিনার মুরাদ হাসান নিয়েছেন ৪ টি উইকেট।

আরও পড়ুন: সব সেশনেই দাপট, বিদেশের মাটিতে অন্যতম সেরা দিন বাংলাদেশের

Exit mobile version