Site icon Jamuna Television

জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে নিহত ১১ বিচ্ছিন্নতাবাদী

জম্মু-কাশ্মীরে সন্ত্রাস বিরোধী পৃথক অভিযানে নিহত হয়েছে অন্তত ১১ বিচ্ছিন্নতাবাদী। রোববার সোপিয়ান এবং অনন্তনাগে এ অভিযান চালানো হয়। এতে আহত হয়েছে ৪ নিরাপত্তা সদস্য।

স্থানীয় প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকা দুটিতে অভিযান চালানো হয়। এসময় নিরাপত্তা সদস্যদের লক্ষে করে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। পাল্টা জবাবে নিহত হয় তারা। এছাড়া একজনকে আটক করা হয়েছে। এখনও অভিযান চলছে বলে জানায় পুলিশ।

এদিকে নিরাপত্তার কারণে শ্রীনগর এবং বানিহালে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। এছাড়া বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট সেবা। গেলো তিন দিনে কশ্মীরের দক্ষিণাঞ্চলে সন্ত্রাস বিরোধী বেশ কিছু অভিযান চালানো হয়। এতে নিহত হয় ২ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

Exit mobile version