Site icon Jamuna Television

ডিসি সম্মেলন পিছিয়েছে

ছবি: সংগৃহীত

পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এক সপ্তাহ পিছিয়ে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি এ সম্মেলন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের ডিসি সম্মেলন। রোববার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারির পরিবর্তে ১৮ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর করোনাভাইরাসের কারণে গত দুই বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

এমএন/

Exit mobile version