Site icon Jamuna Television

ডিঙ্গি নিয়ে আটলান্টিক পাড়ি দেবেন ৭৪ বছরের বৃদ্ধ

মনের জোরের কাছে বয়স কোনো বাঁধাই নয়। তারই প্রমাণ রাখছেন ফরাসি নাগরিক জ্যঁ জ্যাক সাভিন। ডিঙ্গি নিয়ে বিশাল আটলান্টিক পাড়ি দেয়ার চ্যালেঞ্জ নিয়েছেন ৭৪ বছর বয়সী এই বৃদ্ধ। নতুন বছরের প্রথম দিনই শুরু করেছেন দুঃসাহসিক এ যাত্রা। গন্তব্য মহাসাগরের আরেক তীরে ক্যারিবীয় অঞ্চল। আর লক্ষ্যপূরণে সময় নিতে চান মাত্র তিন মাস।

বিশাল আটলান্টিকের ঢেউকে চ্যালেঞ্জ ছুড়ে ডিঙ্গি নিয়ে চলছে জ্যঁ জ্যাক সাভিনের অভিযান। পর্তুগালের সাগ্রেস উপকূল থেকে শুরু হয়েছে তার যাত্রা।

মাত্র ৯০ দিনে পৌঁছাতে চান ক্যারিবীয় দ্বীপে। আর সেজন্য দিনে ৮ থেকে ১০ ঘণ্টা নৌকার প্যাডেল ঘোরাতে হবে ৭৪ বছর বয়সী এই বৃদ্ধকে। উজ্জ্বল কমলা রঙের নৌকাটির নাম দিয়েছেন ‘দ্য অডাশিয়াস’। ওজন এক টন। যাত্রাপথে সাথে নিয়েছেন ৩শ’ কেজি সরঞ্জাম। যার মধ্যে বিশেষ হলো শ্যাম্পেনের একটি বোতল। ১৪ জানুয়ারি নিজের জন্মদিন উদযাপন করতে চান এই পানীয় দিয়ে।

ফ্রান্সের অ্যারে শহরের বাসিন্দা সাবেক সেনা সদস্য সাভিন। ২০১৯ সালেও ৩ মিটার লম্বা ব্যারেলে চেপে আটলান্টিক জয় করেছিলেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version