Site icon Jamuna Television

ইসরায়েলে করোনা ভ্যাকসিনের ৪র্থ ডোজের অনুমোদন

করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় ভ্যাকসিনের ৪র্থ ডোজের অনুমোদন দিলো ইসরায়েল সরকার। রোববার (২ জানুয়ারি) এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, শীর্ষ স্বাস্থ্যবিদরা জরুরি বৈঠকের পর এই টিকার ছাড়পত্র দিয়েছেন। অগ্রাধিকার পাবে ষাটোর্ধ্ব নাগরিকরা। তাছাড়া ফ্রন্টলাইনার্সদের সবার আগে ভ্যাকসিনের ৪র্থ ডোজপ্রয়োগ করা হবে। একইদিন করোনা আক্রান্তদের চিকিৎসায় সেবনযোগ্য ঔষধ মল-ন্যু-পিরা-ভিরকেও অনুমোদন দিলো ইসরায়েল। দেশটির মুখ্য স্বাস্থ্যবিদরা বলছেন, ওমিক্রনের বিস্তার ঘটায় হার্ড ইমিউনিটির পথে হাটছে ইসরায়েল।

করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণের নতুন ঢেউয়ের মুখোমুখি গোটা বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যানে দেখানো হয়েছে- ২৪ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে ১০ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন করোনায়।

/এডব্লিউ

Exit mobile version