Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন, গ্রেফতার ১

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে অগ্নিকাণ্ডে গ্রেফতার হলেন এক সন্দেহভাজন ব্যক্তি। ঘটনাস্থল থেকে আটক ঐ ব্যক্তির বিরুদ্ধে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং চুরির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৪ জানুয়ারি) তাকে আদালতে তোলা হবে। জাতীয় সুরক্ষা নীতিমালা অনুসারেও তাকে অভিযুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

রোববার স্থানীয় সময় ভোরে রাজধানী কেপ টাউনের পার্লামেন্টে হয় অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাগোয়া সরকারি কার্যালয় ভবনের তৃতীয় তলায় হয় আগুনের সূত্রপাত। সেখান থেকে ছড়ায় পার্লামেন্টের মূল অংশে। মুহুর্তেই ধসে পড়ে ছাদের একাংশ, দেয়ালেও তৈরি হয় বড় বড় ফাঁটল। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ফায়ার ব্রিগেড কর্মীরা। দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী পার্লামেন্ট ভবনটির মূল অংশ উদ্বোধন করা হয় ১৮৮৪ সালে।

/এডব্লিউ

Exit mobile version