Site icon Jamuna Television

মাথায় পিস্তল ঠেকিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি

ছবি: সংগৃহীত

বগুড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে এসে আহত হয়েছেন আরও ২ জন।গতকাল রাতে মালগ্রাম ডাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ তার লোকজন নিয়ে বসে ছিলেন সেখানে। হঠাৎ একদল সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে অরেঞ্জের মাথায় বন্দুক রেখে গুলি করে। এ সময় বাকিরা এগিয়ে গেলে তাদেরও লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হোন আপেল নামে আরও একজন। এছাড়া কুপিয়ে আহত করা হয় আরকে জনকে।

গুরুতর অবস্থায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। অরেঞ্জের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে অরেঞ্জকে হত্যা চেষ্টা করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version