Site icon Jamuna Television

এবারও মাতৃভাষায় বই পেলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা

বই প্রাপ্তির আনন্দ বরাবরই অতুলনীয়। আর পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এই আনন্দে যুক্ত হলো নতুন মাত্রা। পাহাড়ের নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেয়েছে তাদের মাতৃভাষায় ছাপা বই। নতুন বছরের শুরুতেই পাঠ্যবইয়ের পাশাপাশি মাতৃভাষার বই পেয়ে উচ্ছ্বসিত চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সাড়ে ৩২ হাজার শিক্ষার্থী। যদিও অনেকেরই আক্ষেপ, দক্ষ শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান।

চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি, খেয়াং, লুসাই সহ ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠির বসবাস বান্দরবানে। যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদের ভাষা ও বর্ণমালা বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সরকার ২০১৭ সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রনয়ন করে। ৩ বছর ধরে তা বিতরণ করা হচ্ছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে। ব্যতিক্রম হয়নি এবারও। বছরের শুরুতেই পাঠ্য বইয়ের পাশাপাশি মাতৃভাষায় বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

নিজ মাতৃভাষার বর্ণমালা শেখাতে সপ্তাহে একদিন পাঠ্য বইয়ের পাশাপাশি পড়ানো হয় এসব বই। ক্ষুদ্র নৃগোষ্ঠির ভাষা ও বর্ণমালা সংরক্ষণে এ উদ্যোগে বড় বাধা প্রশিক্ষিত শিক্ষকের অভাব। বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম জানালেন, শিক্ষক সংকটে সব বিদ্যালয়ে বইগুলোর পাঠদান সম্ভব হচ্ছে না।

এবার বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে মাতৃভাষায় ছাপানো ৩২ হাজার ৬৪৯টি বই।

/এডব্লিউ

Exit mobile version