Site icon Jamuna Television

অ্যাসিড হামলাকারীকেই বিয়ে করলেন তরুণী

ছবি: সংগৃহীত।

অ্যাসিড হামলা করে এক তরুণীর মুখ ঝলসে দিয়েছিলেন প্রেমিক। এতে তরুণীর দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হয়ে যায়। তরুণীর করা অভিযোগে কারাভোগও করেন যুবক। তবে সেই অভিযোগ তুলে নিয়ে হামলার দু’বছর পর তার সাথেই বিয়ে করলেন তুরস্কের সেই নারী। খবর ডেইলি মেইলের।

২০১৯ সালে বারফিন ওজেক (২০) নামের ওই তরুণীকে অ্যাসিড ছুড়ে মারেন তার প্রেমিক কাসিম ওজান সেলটিক (২৩)। জানা গেছে, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ওজেক। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল অনেক আগে থেকেই। এরই মধ্যে একদিন ওজেকের মুখে অ্যাসিড ছুড়ে দেন কাসিম।

কাসিমের ভাষ্য ছিল, আমি তোমাকে না পেলে আর কেউ পাবে না। এরপর বিষয়টি নিয়ে মামল করেন ওজেক। ১৩ বছর কারাভোগের কথা থাকলেও মাত্র দু’বছর পরই নিজের অভিযোগ তুলে নেন ওজেক। ফলে কারাগার থেকে ছাড়া পেয়ে যান দু’বছর পরই। এরপরই গত ডিসেম্বরে সেই যুবককেই বিয়ে করেন ওজেক।

জানা গেছে, অ্যাসিড হামলার পর ওজেকের কাছে বারবার ক্ষমা চেয়েছিলেন কাসিম। এতেই মন গলে গিয়ে হামলাকারীকেই বিয়ে করে বসেছেন তিনি।

এসজেড/

Exit mobile version