Site icon Jamuna Television

সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

ছবি: সংগৃহীত।

করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি অনুরাগীদের জানিয়েছেন জন নিজে। খবর হিন্দুস্তান টাইমসের।

এ নিয়ে জন লিখেছেন, তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই লকডাউনে আছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দু’জনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।

আরও পড়ুন: মৃত অভিনেতার ফেসবুক আইডি থেকে নববর্ষের শুভেচ্ছা!

উল্লেখ্য, কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রামের সব পোস্ট সরিয়ে নিয়ে আলোচনায় এসেছিলেন জন। পরে অবশ্য জানা গিয়েছিল, তুন ছবি ‘অ্যাটাক’-এর টিজার মুক্তির জন্য দৃষ্টি আকর্ষণ করতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। আগামী ২৮ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা আছে এই ছবির। তবে ভারতে করোনার আবার বাড়বাড়ন্তের কারণে ওই দিনে মুক্তি পাবে কি না তা নিয়ে শঙ্কা আছে।

এসজেড/

Exit mobile version