Site icon Jamuna Television

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। এর মধ্য দিয়ে ১৮ বছরেরও বেশি সময়ের পথ চলা থামলো এই অলরাউন্ডারের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলবেন ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট লিগের এই মৌসুমে লাহোর কালান্দারসের হয়ে মাঠে নামতে দেখা যাবে হাফিজকে।

পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯টি টোয়েন্টি ম্যাচ খেলেছেনে এই অলরাউন্ডার। যেখানে ১২ হাজার সাতশ’ আশি রান আছে তার নামের পাশে। ২০১৮ সালে টেস্ট আর ২০১৯ সালে ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন তিনি। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল হাফিজের। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি।

ইউএইচ/

Exit mobile version