Site icon Jamuna Television

কমেছে এলপিজি ও অটোগ্যাসের দাম

আবারও কমেছে এলপিজি ও পরিবহন জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে ৫০ টাকা কমে ১১৭৮ টাকা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে নতুন দাম কার্যকর হবে। দুপুরে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করে মূল্য কমানোর কথা জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।

জানুয়ারি মাসের জন্য মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৮ টাকা করা হয়েছে। সেই হিসাবে সিলিন্ডার প্রতি কমলো ১৫০ টাকা।

বিইআরসি চেয়ারম্যান জানান, সৌদি আরবের সিপির মূল্য কমে যাওয়ায় মূসক ও ডলার রেট আগের মত থাকায় এলপিজির মূল্য কমানো হয়েছে। অতিরিক্ত যেন না নেয় সেজন্য এ মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। সিলিন্ডারে গ্যাসের পরিমাণ, মান ও নিরাপত্তার বিষয়টি দেখার জন্য বিএসটিআই ও বিস্ফোরক অধিদফতরকে বলেছে বিইআরসি। তবে বাস্তবতায়নের দায়িত্ব সরকারের।

/এডব্লিউ

Exit mobile version