Site icon Jamuna Television

ওয়ান ব্যাংকের এমরানের জামিন নামঞ্জুর, মাকেও আত্মসমর্পণের নির্দেশ

জালিয়াতির মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সাড়ে ১১ কোটি টাকা স্থানান্তর এবং আত্মসাতের মামলায় ওয়ান ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনকে আগাম জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাথে তার মা পেশায়োরা বেগমকেও তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এসময় যারা দুর্নীতি করছে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

তিনি জানান, ওয়ান ব্যাংক গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার অন্য দুই আসামিকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

/এডব্লিউ

Exit mobile version