Site icon Jamuna Television

নতুন বছরের গিফট নিয়ে এলেন পরীমণি

সরকারি অনুদান পাওয়া ছবি মুখোশ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি। ছবিটির টাইটেল সংটি মুক্তি পেয়েছে রোববার। বনানীতে এক সংবাদ সম্মেলন ডেকে গানটির আনুষ্ঠানিক মুক্তি ঘোষণা করা হয়। পরীমণি ওই সংবাদ সম্মেলনে বলেন, তার দর্শক ও ভক্তদের জন্য ওই গানটি নতুন বছরের উপহার।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় বনানীর ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক ইফতেখার শুভ, মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভিসহ অনেকে।

পরিচালক ইফতেখার শুভর প্রথম ছবি মুখোশ মুক্তি পাওয়া উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে মুখোশ টিমের সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। ইফতেখার শুভ বলেন, টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। এছাড়া সবাইকে হলে গিয়ে ছবিটি দেখারও আমন্ত্রণ জানান তিনি।

মুখোশ ছবিটি পরিবেশিত হবে কপ ক্রিয়েশনের পক্ষ থেকে। টাইটেল সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির মিউজিক করেছেন আহমেদ হুমায়ূন। মুখোশ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। আব্রাহাম তামিমের কথায় ওই গানের মিউজিক ইমন চৌধুরীর।

মুখোশ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরীসহ আরও অনেকে।

মুখোশ ছবিটি নির্মিত হয়েছে পরিচালত ইফতেখার শুভর নিজের লেখা পেইজ নাম্বার ৪৪ উপন্যাস অবলম্বনে।

/এডব্লিউ

Exit mobile version