Site icon Jamuna Television

লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত।

লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস। রোববার (২ জানুয়ারি) করোনা বিধিনিষেধ তুলে নেয়ার দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। এসময় জনসমাগম এড়াতে লাঠি চার্জ করে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সাথে চলে দফায় দফায় সংঘর্ষ।

আন্দোলনকারীরা বলছেন, মহামারি নিয়ন্ত্রণের নামে বন্দি করে রাখা হচ্ছে দেশবাসীকে। সেই বন্দি অবস্থা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভে নেমেছেন তারা। কড়াকড়ি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সাথে বাধ্যতামূলক ভ্যাকসিন নেয়ার বিরোধিতাও করেন বিক্ষোভকারীরা। ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কে গেলো ১৯ ডিসেম্বর থেকে লকডাউন চলছে নেদারল্যান্ডসে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

আন্দোলনে যোগ দেয়া একজন বলেন, আমি এখানে এসেছি, কারণ আমার অধিকার নিয়ে বাঁচতে চাই। এভাবে বন্দি থেকে বাঁচার কোনো মানেই হয় না। এভাবে থাকলে আতঙ্কেই মারা যাবো।

আরেক বিক্ষোভকারী বলছেন, কড়াকড়িতে কোনো ভাবেই মৃত্যু ঠেকানো সম্ভব না। এ জন্য আমাদের সচেতনতাই যথেষ্ট। তাই আমরা মুক্তি চাই।

জেডআই/

Exit mobile version