Site icon Jamuna Television

ইনজুরিতে জোহানেসবার্গ টেস্টে নেই কোহলি

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তার জায়গায় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লোকেশ রাহুল। টসের কিছুক্ষণ আগে নিশ্চিত হয় একাদশে কোহলির না থাকার খবরটি।

পিঠের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ভিরাট। সেই সাথে মিস হয়েছে ভারতের জার্সিতে শততম টেস্ট খেলার রেকর্ড। ইনজুরি থেকে সেরে উঠলে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তার সামনে সম্ভাবনা থাকছে এই মাইলফলক স্পর্শের। এদিকে ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দিলেও এই প্রথম টেস্ট দলের অধিনায়কত্ব করছেন লোকেশ রাহুল। জানিয়েছেন, স্কোরবোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনার কথা।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ

তবে জোহানেসবার্গে শুরুতেই উইকেট হারিয়ে উল্টো চাপে রয়েছে ভারত। একপ্রান্তে অধিনায়ক রাহুল টিকে থাকলেও মায়াঙ্ক আগারওয়াল আউট হওয়ার পর দ্রুতই সাজঘরে ফিরে গেছেন ব্যাটে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা দুই সিনিয়র ব্যাটার চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে। শেষ খবর পাওয়া পর্যন্ত টস জিতে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান।

আরও পড়ুন: সেঞ্চুরির আক্ষেপ থাকলেও তৃতীয় দিন বাংলাদেশের

Exit mobile version