Site icon Jamuna Television

তোপের মুখে ইমরান, সাবেক স্ত্রীর গাড়িতে বন্দুকধারীদের হামলা

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খানের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছেন দু’জন অজ্ঞাতনামা ব্যক্তি। রোববার (২ জানুয়ারি) রাতে ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ তার ওপর এমন হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর পর রেহাম এক টুইটার পোস্টে বিষয়টি তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, ‘ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতকারী এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।’

আরও পড়ুন: আবারও গৃহবন্দি জম্মু-কাশ্মিরের সাবেক তিন মুখ্যমন্ত্রী

প্রাক্তন স্বামী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশে রেহাম লিছেন, ‘এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান! কাপুরুষ, গুন্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’ ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন সাংবাদিক ও প্রাক্তন টিভি সঞ্চালক রেহাম খান। ২০১৫ সালে ৩০ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়।

/এনএএস

Exit mobile version