Site icon Jamuna Television

সোলায়মানির মৃত্যুবার্ষিকীতে হ্যাক হলো ইসরায়েলি ওয়েবসাইট

সাইট হ্যাক হওয়ার পর এই ইলাস্ট্রেশনটি দেখা যাচ্ছিলো।

ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে হ্যাক হয়েছে ইসরায়েলের জনপ্রিয় গণমাধ্যমে জেরুজালেম পোস্টের ওয়েবসাইট। হ্যাক হওয়ার পর জেরুজালেম পোস্টের মূল পাতায় সংবাদের পরিবর্তে দেখা যায় একটি ইলাস্ট্রেশন, যেখানে ইসরাইলের দিমুনা পরমাণু স্থাপনা উড়িয়ে দেয়া হচ্ছে এমন চিত্র দেখানো হয়। 

সোমবার (৩ জানুয়ারি) ভোরে ইরানপন্থী হ্যাকাররা এ কাজ করেছে বলে অভিযোগ জেরুজালেম পোস্ট কর্তৃপক্ষের।জেরুজালেম পোস্টের সাইট হ্যাকের ঘটনাকে ইসরাইলের জন্যও সরাসরি হুমকি হিসেবে মনে করছে দেশটি।

সাইট হ্যাকের পর জেরুজালেম পোস্ট কর্তৃপক্ষের টুইট।

হ্যাকের পর জেরুজালেম পোস্টের সাইটে ইলাস্ট্রেশনে দেখা যায়, জেনারেল কাসেম সোলাইমানি তার অনামিকায় যেরকম রিং পরতেন সেরকম একটি রিং পরিহিত আঙুল থেকে ব্যালেস্টিক মিসাইল পড়ছে। মিসাইলের পাশে ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা রয়েছে, তোমরা কল্পনাও করতে পারো না এতটা কাছাকাছি রয়েছি। 

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি।

/এসএইচ

Exit mobile version