ঝালকাঠির সুগন্ধা নদীতে সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. জয়শঙ্কর ভারত সরকার এবং তার নিজের পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর শোক সইবার মানসিক শক্তি কামনা করেন।
তিনি একইসাথে এ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সুস্থভাবে তাদের পরিবারের মাঝে ফিরে যাওয়ারও প্রার্থনা ব্যক্ত করেন।
/এসএইচ
লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শোক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
