Site icon Jamuna Television

পাকিস্তানের কোচ হিসেবে থাকতে চান না সাকলায়েন মুশতাক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চান দেশটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচ সাকলায়েন মুশতাক। ইতোমধ্যে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

গত শনিবার (১ জানুয়ারি) পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন, পাকিস্তান দলের পরবর্তী কোচ হিসেবে একজন বিদেশিকে নিয়োগ করা হবে। দলের খেলোয়াড়রাও বিদেশি কোচ নিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, এমনটাই দাবি রমিজ রাজার। সাকলায়েন মুশতাকের পদত্যাগ নতুন কোচ নিয়োগেরই একটি প্রক্রিয়া।

আরও পড়ুন: আশরাফুলকে ‘দেশদ্রোহী’ বললেন নান্নু!

এর আগে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোচের দায়িত্ব পালন করেছিলেন সাকলায়েন মোশতাক।

আরও পড়ুন: ‘পদে থেকে আশরাফুলকে নিয়ে মন্তব্য করা ঠিক হয়নি প্রধান নির্বাচকের’

Exit mobile version