Site icon Jamuna Television

হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

অন্ত্রের সমস্যা ও তলপেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

রোববার (২ জানুয়ারি) গভীর রাতে সাও পাওলোর একটি হাসপাতালে তাকে ভর্তি হয়েছেন মি. বলসোনারো। তবে তলপেটের ব্যথার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন আছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বলসোনারোর ব্যক্তিগত চিকিৎসক অ্যান্টোনিও লুইজ মাসেদো।

চিকিৎসক অ্যান্তনিও লুইজ মাসেদো আরও বলেন, বলসোনারোর অস্ত্রোপচারের সম্ভাবনা এখনই নাকচ করে দেয়া যাচ্ছে না।

ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালে ভর্তির আগে সান্তা ক্যাটরিনাতে ছুটি কাটাচ্ছিলেন প্রেসিডেন্ট বলসোনারো। সেখানে অন্ত্রের সমস্যায় ভোগার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হলো।

জানা গেছে, রোববার রাত দেড়টায় সাও পাওলোতে অবতরণের পর মি. বলসোনারোকে সেখানকার ভিলা নোভা স্টার হাসপাতালে নেয়া হয়। গত বছর অন্ত্রে ব্লক ধরা পড়ার পর তাকে এখানেই চিকিৎসা দেয়া হয়েছিলো।

/এসএইচ

Exit mobile version