Site icon Jamuna Television

আমিরাতের যুদ্ধ জাহাজ আটকে দিয়েছে ইয়েমেন

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক কার্গো জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত নৌবাহিনী। ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে সোমবার (৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন।

পার্সটুডে’র প্রতিবেদনে জানা যায়, তিনি বলেছেন, আমিরাতের জাহাজটি ইয়েমেনের পানিসীমায় ঢুকে শত্রুতাপূর্ণ তৎপরতা চালানোর সময় তাকে আটক করা হয়। জেনারেল ইয়াহিয়া জানান, জাহাজটি নানা রকম গোলাবারুদ ভর্তি ছিল এবং খুব শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: দুবাই বিমানবন্দরে চুরি করার সময় ধরা তিন ইসরায়েলি

এদিকে, ইয়েমেনের পানিসীমায় ঢুকে সংযুক্ত আরব আমিরাতের জাহাজের শত্রুতাপূর্ণ তৎপরতার নিন্দা জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম। তিনি বলেন, ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধারা সফল ও নজিরবিহীন অভিযান চালিয়ে আমিরাতের এই জাহাজ আটক করেছে। সৌদি জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের জন্য এটি বৈধ অধিকার।

/এনএএস

Exit mobile version