Site icon Jamuna Television

ইয়েমেনে শত শত মসজিদ ধ্বংস করেছে সৌদি জোট

ছবি: সংগৃহীত।

ইয়েমেনে শত শত মসজিদ ধ্বংস করেছে সৌদি জোট। ইয়েমেনের ওয়াকফ সংস্থা জানিয়েছে, ইয়েমেনের প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের মধ্যদিয়ে ইয়েমেনের জনগণের প্রতি সৌদি জোটের প্রচণ্ড ঘৃণার বিষয়টি পরিষ্কার হয়।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ওয়াকফ সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি মসজিদে এ ধরনের হামলা বন্ধের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আরও পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

আরও পড়ুন: আমিরাতের যুদ্ধ জাহাজ আটকে দিয়েছে ইয়েমেন

রোববার (২ জানুয়ারি) সৌদি জোটের বিমান সানা প্রদেশের মা’ইন এলাকায় হামলা চালালে তিনজন নিহত হন। ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া, দক্ষিণ মধ্যাঞ্চলীয় সাবওয়াহ প্রদেশের বিহান এলাকার একটি গ্যাস স্টেশনে সৌদি জোটের বিমান হামলায় বাকি দু’জন নিহত হন।

/এনএএস

Exit mobile version