Site icon Jamuna Television

ফুটবল সুপারস্টার রোনালদো আক্রান্ত করোনায়

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো। রোববার (২ জানুয়ারি) কোভিড-১৯ টেস্টে পজেটিভ হন ‘ফেনোমেনন’ রোনালদো। এ কারণে নিজের ক্লাব ক্রুজেইরোর ১০১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকতে পারেননি তিনি।

গত মাসে রোনালদোর কেনা ক্রুজেইরো ক্লাবের পক্ষ থেকে বলা হয়, রোনালদোর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তবে ৪৫ বছর বয়সী এই স্টাইকার সুস্থ আছেন বলে জানানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত আইসোলেশনে রয়েছেন রোনালদো।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেন মেসি

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের এই সদস্য তিনবার ফিফা’র বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। সেই আসরে ৮ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান রোনালদো। গত বছরের ১৮ ডিসেম্বর ধুঁকতে থাকা ক্রুজেইরো ক্লাবটি কেনার ঘোষণা দেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ‘নাম্বার নাইন’। এই ক্লাবটিতেই ১৯৯৩ সালে ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তার। বেলো হরিজেন্তোর এই ক্লাবে ৫৮ ম্যাচে ৫৬ গোল করেছেন এই ‘ফেনোমেনন’ স্ট্রাইকার।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হলেন ম্যাকগ্রা

Exit mobile version