Site icon Jamuna Television

আইএসের হামলায় ৫ সিরিয়ান সেনা নিহত

ছবি: সংগৃহীত।

সিরিয়ায় মিলিটারি বাসে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রকেট হামলায় ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়।

রোববার (২ জানুয়ারি) সিরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির বাদিয়া এলাকায় এ হামলা চালানো হয়। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানায়।

২০১৪ সালে গঠিত আইএস সিরিয়া এবং ইরাক অঞ্চলে খিলাফত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আসছে। কিন্তু ২০১৯ সালের দিকে এই জঙ্গীগোষ্ঠীটি তাদের অধীনস্থ সব এলাকা হারায়। যদিও দুই দেশেই এখনও চোরাগোপ্তা হামলা চালায় গোষ্ঠীটি।

আরও পড়ুন: ট্রাম্পের বিচার না হলে ইরান প্রতিশোধ নেবে: রইসি

জেডআই/

Exit mobile version